জোয়া আখতার ১৯৬০ এর দশকের জনপ্রিয় কমিক্সের উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র তৈরি করছেন। কমিক্স কালচারের হাত ধরে বড়ো হয়েছে একাধিক প্রজন্ম। সুহানা খান, খুশি কাপুর এবং অগস্ত্য নন্দার মতো তারকা সন্তানরা এই ছবিতে তাদের বলিউডে আত্মপ্রকাশ করবে।
মুভিটির টিজার ব্রাজিলে সাম্প্রতিক এক অনুষ্ঠান, নেটফ্লিক্সের টুডুম এ প্রকাশ করা হয়েছিল, তবে এটি বিতর্কের জন্ম দিয়েছে। টিজার দেখে নেট বাসিন্দাদের এক বড়ো অংশের বক্তব্য ১৯৬৪ র ভারতীয়দের মোটেই এরম দেখতে ছিল না।
উত্তরের জোয়া আখতার জানিয়েছেন, এই দেশে হৃতিক রোশন যেমন রয়েছেন, তেমনি আবার রজনীকান্ত রয়েছেন, এটাই এই ভূমির সৌন্দর্য। তাই সেকালের ভারতীয়রা ফর্সা ছিল না এধারণা ভুল।