চলতি বছরের প্রায় হাফ সময় কেটে গিয়েছে। ইতিমধ্যেই বলিউডে বেশ কয়েকটি ছবি ব্লকবাস্টার হয়েছে তার মধ্যে সুদীপ্ত সেন পরিচালিত দা কেরালা স্টোরি ছবিটি রয়েছে। এর কারণ বক্স অফিসে ছবিটি ৩০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে। এসব দেখার পর অনেকেই মনে করেছিল ওটিটি প্লাটফর্মের মুক্তির জন্য প্রথম সারির ওটিজি প্লাটফর্ম এর মধ্যে লড়াই হতে পারে। কিন্তু বাস্তবে ছবিটা মোটেই এমন নয়।
এই ছবিটি ৫ই মে মুক্তি পেয়েছিল শোনা যাচ্ছে। এই ছবি নিয়ে ওটিটি প্লাটফর্ম গুলির মধ্যে কোন বাড়তি উৎসাহ নেই। জানা যাচ্ছে ছবিটি নাকি ইতিমধ্যে কোন অডিটি প্লাটফর্মে বিক্রি হয়ে গিয়েছে। এই বক্তব্য সম্পূর্ণ অস্বীকার করে ছবির পরিচালক সুদীপ্ত সেন বলেছেন তারা কোন যোগ্য ওটি টি প্লাটফর্ম পায়নি এই ছবিটির জন্য। তিনি জানিয়েছেন প্রথম সারির ওটিটি প্লাটফর্ম গুলির মধ্যে কোনরকম প্রস্তাব আসেনি যা নিয়ে তারা এগোতে পারে।
পরিচালক ইন্ডাস্ট্রিস ষড়যন্ত্রের ইঙ্গিত করেছেন। সুদীপ্ত বলেছে বক্স অফিসে এত বড় সাফল্য অনেকেই ভালো চোখে মেনে নিতে পারেনি তাই সবাই মিলে তাকে শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এই ছবিকে ঘিরে রাজনৈতিক মহলে এক বিস্তার চর্চা চলেছে। অনেকেরই দাবি নির্মাতারা ছবি তৈরি করেন দর্শকদের আনন্দের জন্য কিন্তু এই ছবিটি বিভেদ সৃষ্টি করার দিকেই ইঙ্গিত করেছে। দেখা যাক কবেই জায়গা পায় ওটিটিতে সুদীপ্ত সেনের এই ছবিটি।