চরিত্র বিশেষে কখনো কখনো ছবিতে সাঁতার কাটার প্রয়োজন হয়। পরিচালক যশ চোপড়া তখন সবে নিজের যৌবনে পা দিয়েছেন। সময়টা আশির দশক। সোনম খান বলিউড জগতে সবে পা রেখেছেন। সোনমকে বার বার সাঁতার শিখে নিতে বলেছিলেন তরুণ পরিচালক। জলে ভয় থাকায় শিখতে পারেননি অভিনেত্রী।
একটি সম্প্রতিক সাক্ষাৎকারে সোনম জানান, একবার শুটিং করতে গিয়ে কী সাংঘাতিক ঘটনাই না ঘটাতে চলেছিলেন তিনি। ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘বিজয়’ তে একটি সাঁতারের দৃশ্য অভিনয় করতে গিয়ে গভীর জলে পরে যান অভিনেত্রী।
আশেপাশের কেউ বুঝতে পারেননি প্রথমটায়, সকলে ভেবেছিলেন অভিনয় করেছেন তিনি। তার কথায়, “খুব ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম আজ আমার জীবনের শেষ দিন। তারপর একজনকে জুতো-জামাকাপড় পরে জলে ঝাঁপ দিতে দেখলাম। অন্য সবাই ভেবেছিল শুটিং চলছে, একমাত্র আদিত্য চোপড়াই বুঝতে পারেন আমার সাহায্য দরকার।”