এই মুহূর্তে কূটনৈতিক মহল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকার সফরের দিকে তাকিয়ে। তিনি মঙ্গলবার সকালে আমেরিকার সফরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার এই সফর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে। মোদি যোগ দেবেন বাইডেনের সঙ্গে নৈশভোজে। আর তার এই নৈশ ভোজের মেনুর দিকে নজর রয়েছে ওয়াকিবহল মহলের। মূলত নিরামিষ খাবারই রয়েছে তার মেনুতে।
সূত্র জানা গেছে মোদি যেহেতু নিরামিষাষী তাই তার খাবারের মেনুতে মূলত শাকসবজি জাতীয় খাবারই থাকবে। আর এই খাবার প্রস্তুতির দায়িত্বে রয়েছেন এক বিখ্যাত রাধুনী। মার্কিন ফাস্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে তিনি ওই দায়িত্ব পালন করবেন। মূলত ভারতীয় খাদ্যই থাকবে সেই খাদ্য তালিকায়। তবে তার মেনুতে ঠিক কী কী খাবার রয়েছে তা এখনো জানা যায়নি। মোদির আবার মার্কিন সফরের কথা মাথায় রেখে নিউ জার্সি রাখ রেস্তোরাঁ মোদি থালির আয়োজন করেছেন। সেই মেনুতে থাকবে কাশ্মীরি আলুর দম খিচুড়ি ইডলি ধোকলা সরষে শাক রসগোল্লা পাপড় চাটনি বাটার মিল্ক ইত্যাদি ২২শে জুন থেকে সেই থালি পাওয়া যাবে।
মার্কিন সফরের দ্বিতীয়বারের জন্য ভাষণ দেবেন মোদি। ইতিমধ্যেই ভারত ও মোদির স্তুতি শোনা যাচ্ছে মার্কিন শীর্ষদের মুখ থেকে। হোয়াইট হাউসে মোদিকে স্বাগত জানাতে ২১ বার গান স্যালুট দেওয়া হবে। গ্রামি অ্যাওয়ার্ড বিজয়ী মার্কিং বেহালা শিল্পী জোশুয়া বেল মোদীর সামনে পারফর্ম করবেন।