পশ্চিমবঙ্গ

পঞ্চায়েত নির্বাচনে প্রতি জেলায় মাত্র এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল রাজ্য, নির্দেশ ঘিরে জল্পনা!

রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটে প্রতি জেলায় এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল। সেই মতনই বাইশটি জেলার জন্য ২২ টি বাহিনী মোতায়নের আবেদন জানানো হয়েছে কমিশনের তরফে। এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতে সাধারণত ১০০ থেকে ১০৫ জন থাকে কিন্তু পরিস্থিতি অনুযায়ী তাদের মধ্যে কম বেশি ৮০ জনকে কাজে লাগানো হয়। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন নিয়ে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায় মঙ্গলবার বহাল রেখেছে।

আগামী আটই জুলাই পঞ্চায়েত ভোট নির্বাচন। প্রথম থেকেই সরব বিরোধীরা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে। পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় রক্তপাত বোমাবাজি সংঘর্ষের ঘটনা ঘটেছে। হাইকোর্ট এই আবহে রাজ্যে প্রতিটা জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। ওই নির্দেশ দেওয়ার পাশাপাশি গত বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন কে বলা হয়েছিল ৪৮ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কেন্দ্রীয় বাহিনীর আবেদন করতে হবে তাদের।

সোমবার সুপ্রিম কোর্টে কমিশন জানায়, হাইকোর্টের নির্দেশ দিয়েছে তা কার্যকর করা সম্ভব নয়। তার কারণ ভোটে নিরাপত্তার বিষয়টি দেখে রাজ্য। তারা জানায় এ ব্যাপারে অনুরোধ করা তাদের কাজ নয়। অভিযোগ করে হাইকোর্টের সময় বেঁধে দেওয়ার পরও কমিশন কোন পদক্ষেপ নেয়নি এতে আদালতের অবমাননা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.