ছবি মুক্তির আগে থেকেই শুরু হয়েছে আদিপুরুষ নিয়ে বিতর্ক। কিন্তু ছবি মুক্তির পরেও রয়ে গিয়েছে সেই একই চিত্র। 16 জুন মুক্তি পেয়েছে প্রভাস ও কৃতি সানন অভিনীত আদিপুরুষ। ভারতের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র নেপালেও মুক্তি পেয়েছে আদিপুরুষ। তবে ছবির মুক্তির দিনে নেপালের রাজধানী কাঠমান্ডুতে ছবির প্রদর্শন বাতিল করা হয়েছে। কাঠমান্ডু মেট্রোপলিটন সিটির মেয়রের অভিযোগ এখানে সীতার জন্মস্থান ভুল বলা হয়েছে। তার বক্তব্য এই ছবিতে একটি সংলাপে বলা হয়েছে জানোকি ভারতের মেয়ে। কিন্তু রামায়ণ অনুসারে সীতার আসল জন্মস্থান নেপালের জনকপুরে। সেজন্যই কাঠমান্ডুর মেয়র এই ছবির উপর নিষেধাজ্ঞা জারি করেছেন।
এবারের ছবি নির্মাতারা কাঠমান্ডুর মেয়র এর কাছে আরজি করেছেন ছবি প্রদর্শনের জন্য। মেয়র আগেই জানিয়ে দিয়েছিলেম সীতার জন্মস্থানের সংলাপ না বদলালে নেপালে আর কোনদিনও ভারতীয় কোন ছবির প্রদর্শন হবে না। অনিচ্ছাকৃত ভুলের জন্য মেয়র এর কাছে চিঠি পাঠিয়ে নিজেদের ভুল স্বীকার করেছে নির্মাতারা। সেই চিঠিতে বলা হয়েছে,” নেপালের দর্শকদের ভাবাবেগে আঘাত করার জন্য আমরা খুবই দুঃখিত। এই ভুল সম্পূর্ণরূপে অনিচ্ছাকৃত। আমাদের কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না।” এর পাশাপাশি চিঠিতে জানিয়েছে যেন ছবিটি বৃহত্তর দর্শকদের কাছে পৌঁছে দেওয়া যায়।
কাঠমান্ডুতে আদি পুরুষ প্রদর্শন বন্ধ করে দেওয়া হলে নেপালের সেন্সর বোর্ড সেই দেশে ছবি প্রদর্শনের অনুমতি দেয়নি। দর্শকরা ও রীতিমতো ক্ষুব্ধ ছবির সংলাপে। তাই চাপে পড়ে নির্মাতারা ছবির সংলাপ বদলাতে বাধ্য হয়েছেন।