অনেকদিন পর স্বস্তিকা কলকাতার সংবাদমাধ্যমের কাছে ফিরলেন। কিন্তু এতদিন কেন ফেরেননি তিনি। তাকে জিজ্ঞাসা করায় তিনি বললেন তার কোন অভিমান নেই তিনি কাজের জন্য সব সময় মিডিয়ার সঙ্গে কথা বলে থাকেন। মিডিয়ার সঙ্গে তার একটা আলাদাই সম্পর্ক। কিন্তু এবারে তিনি শহরে না থাকায় তাই তাকে সাক্ষাৎকার ফোনে সারতে হচ্ছে। তার বক্তব্য কলকাতার কিছু কিছু সংবাদ মাধ্যম তার অভিনীত ছবির থেকেও ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চাটনি বানিয়েছেন কখনো কুলের কিংবা কখনো টমেটোর। কখন তিনি কোন হোটেলে কার সাথে কফি খেলেন সময় কাটালে সেই সব জিনিস বেশি হাইলাইট করেছে। এক বছরে তার পাঁচটা ছবি রিলিজ করলেও কোনটাই দেখা যায়নি।
শিবপুর নিয়ে বিতর্কের শেষ নেই কলকাতার কেউ কি তার পাশে দাঁড়িয়েছে? তিনি জানিয়েছেন বিতর্কের কোন প্রশ্নই এখানে নেই সমস্ত তথ্য প্রমাণ তিনি সমস্তটাই দিয়েছেন তাই এখানে তর্ক বা বিতর্কের কোন জায়গা নেই। ভুল বোঝাবুঝির কোন জায়গা নেই। আর এই সবে হেনস্থা তাই বেশি পাওয়া যায়। বাংলায় সাধারণত গ্যাংস্টারের কোন ছবি বা ওয়েব সিরিজ হয় না। তাই এই শিবপুর নিয়ে তিনি যেমন উত্তেজিত দর্শকরাও ঠিক ততটাই উত্তেজিত। পার হয়ে মাত্র তিনজন কথা বলেছেন তারা হলেন সৃজিত মুখোপাধ্যায় অর্জুন দত্ত এবং পরবর্তীকালে শুটিং করতে গিয়ে টোটাল রায় চৌধুরীর সঙ্গে বিস্তর আলোচনা হয়েছে।
শিবপুর চরিত্রটার জন্য তিনি ঠিক কতটা প্রস্তুতি নিয়েছেন জিজ্ঞাসা করায় স্বস্তিকা বললেন আমরা সাধারণত দেখে এসেছি নায়িকার সবসময় পিছিয়ে থাকে নায়করাই মারপিট গুলি চালানো সবকিছু করে থাকে। তাই স্বস্তিকা এখন প্রশিক্ষণ নিয়েছেন পরিচালনোর তার কাছে একটা বড় চ্যানেল ছিল শাড়ি পড়ে একশন সিকুয়েন্স করা। এই চরিত্রের সেরকম সাজগোজ পোশাকের আরমবর নেই আছে শুধুই পারফরম্যান্স।