নারী-পুরুষের সমান অধিকার গণতন্ত্রে। তাই এবারে গণতন্ত্রের অধিকার রক্ষায় নারীর পূর্ণাঙ্গ অংশগ্রহণ। জাতীয় নির্বাচন কমিশন এই দুই লক্ষ পেয়ে পূরণ করতে ২০১৮ সালে পদক্ষেপ নিয়েছিল। এবারে তারই অনুসারী হলো রাজ্য নির্বাচন কমিশন।
আসন্ন পঞ্চায়েত ভোটের রাজ্য নির্বাচন কমিশন মহিলা পরিচালিত পিংকবুথ করার কথা ঘোষণা করলো। শনিবার থেকেই এই বিষয়ে প্রত্যেক জেলা শাসক কে নোটিশ পাঠানো হয়েছে। পঞ্চায়েত ভোটেই প্রথমবার মহিলা পরিচালিত বুথ হবে। যদিও কমিশন এখনো জানিনি মোট কটা বুথ হবে। এর আগে রাজ্য নির্বাচন কমিশন মহিলা পরিচালিত বুথ করেছিল।
উল্লেখ্য এর আগে ২০১৮ সালে কর্নাটকের বিধানসভা ভোটে সখী বুথ নামে মহিলা পরিচালিত বুথ নির্বাচন করেছিলেন রাজ্য নির্বাচন কমিশন। সেখানে সেই বুথকে পিঙ্ক বা গোলাপি রঙের বেলুন দিয়ে সাজানো হয়েছিল। এমনকি কর্মরত কর্মীদেরও পোশাকের রং ছিল গোলাপী। কোথাও কোথাও আবার বুথের দেওয়ালেও রং করা হয়েছিল। পরবর্তী সময় জাতীয় নির্বাচন কমিশন ছত্রিশগড় রাজস্থান মিজোরাম তেলেঙ্গানা বিধানসভা ভোটে কয়েক হাজার এরুপ বুথ তৈরি করেছিল।