মিঠাইয়ের আড়াই বছরের যাত্রা শেষ। নিজের দুষ্টু মিষ্টি অভিনয় দিয়ে দশকের মণিকোঠায় স্থায়ী বসত করে নিয়েছেন তিনি, যাকে ছাড়া ধারাবাহিকটি অসম্পূর্ণ মনে করেন অনেকই। তাই মিঠাইয়ের অনুরাগীর সংখ্যা বিপুল।
ধারাবাহিকে দেখানো হয়ছে গ্রামের চঞ্চল মিষ্টি মেয়ে মিঠাই। তার পাকা পাকা কথা, তার মেঠো কথা, ভাঙ্গা ভাঙ্গা ইংরেজি, সতস্ফুর্ত স্বভাব এসবের দ্বারাই দর্শকদের বিশেষ কাছের হয়ে উঠেছে মিঠাই চরিত্রটি। এবিষয়ে মিঠাইয়ের অভিনেত্রী সৌমীতৃষাকে প্রশ্ন করা হয় এই সাফল্যে হাত কার, উত্তরে তিনি জানিয়েছেন দর্শকদের যে ভালোবাসা মিঠাই পেয়েছে, তাতে অবদান রয়েছে পুরো টীমের, এটি কারোর একার কৃতিত্ব নয়।
এক পর্যায়ে গল্পে আসে টুইস্ট, দেখানো হয় মিঠাইয়ের মৃত্যু, তাতেই বেশ শোরগোল পরে যায় দর্শক মহলে। সৌমীতৃষা জানিয়েছেন, এই সময় সোশ্যাল মিডিয়ায় ভরে যায় নানা শোকের পোষ্ট, তা দেখে তো এবার তিনি মনে করেন যেনো তিনিই মরে গেছেন।