গেরুয়া শিবিরের নাম লেখালেই তার সব সাত খুন মাপ। যেসব নেতারা দল বদল করে গৃহ শিবিরে যোগদান করেছেন তারাই রক্ষা পেয়েছেন ইডির হাত থেকে। তৃণমূল বারে বারেই এই মন্তব্য করেছে। এবারে আরও একধাপ এগিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিষেক। তার দাবি শুভেন্দু মুকুলের মতন তাকেও ভাঙ্গানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এইভাবে তাকে দমানো কোনভাবেই যাবে না।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি কখনো নিয়োগ-নীতি মামলায় আবার কখনো কয়লা পাচার চক্রে বারে বারে তলপ করেছে অভিষেককে। তিনিও দিল্লি থেকে নিজাম প্যালেস পৌঁছে তাদেরকে যথাসাধ্য সহযোগিতা করেছেন। তাকে বলতে শোনা গিয়েছিল সেই জন্য রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় তদন্ত সংস্থা কে কাজে লাগানো হচ্ছে।
তারপরে তিনি স্পষ্ট করে বলেছেন,” আমি যতদিন রাজনীতি করব ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই করব। আমার গলা কেটে দিলেও জয় বাংলায় বেরোবে, আমি যেদিন রাজনীতি করবো না, সেদিন আমি নিষ্ক্রিয় হয়ে যাব।” এরই সঙ্গে তিনি আবার আমজনতার উদ্দেশ্যে বলেন,” প্রধানমন্ত্রী পাল্টানোর রাজনীতি করতে ভালোবাসেন। তিনি কখনো জায়গার নাম আবার কখনো নোট বদলে দেয়। ২৪ এ আপনারা প্রধানমন্ত্রী পাল্টে দিন।”