বিজেপি এবারে সংসদ বিজেপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দিলীপ ঘোষের নিজের বুথেই প্রার্থী দিতে পারল না। নিজের গ্রাম এবং নিজের বুথে বিজেপি কোন প্রার্থী খুঁজে না পাওয়ায় মুখ পুড়ছে দলের। সেই নিয়ে অবশ্য শাসক দল কটাক্ষ করতে মোটেই ছাড়েনি। শাসক দল একেবারে স্পষ্ট করে বলে দিয়েছে মানুষ যে বিজেপির সাথে নেই।
গোপীবল্লভপুরের তুই ব্লকের কুলিআনা গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৩ টি। এরই মধ্যে কুলি আনার দুটি বুথ রয়েছে। কুলিআনার বুথ নম্বর ২৫ হলো দিলীপ ঘোষের। কেন এই বুথে কোন প্রার্থীকে দিতে পারেন নি তা নিয়ে যদিও এখনো দিলীপ ঘোষ মুখ খোলেননি। এই নিয়ে যদিও ঝাড় গ্রামের বিজেপি সাংসদ দলের দুর্বলতাকেই দায়ী করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন,” জেলার সংগঠনের দায়িত্বে যারা আছেন তারা বলেছিল সব জায়গায় প্রার্থী বাছাই হয়ে গিয়েছে। কিন্তু দিলীপ বাবুর বুথ হয়েছে যে প্রার্থী দেয়া হয়নি তা কেউ আমায় জানায়নি। পুরোটাই দলের সাংগঠনিক দুর্বলতা।”
২০১৩ সালে পুলিয়ানা ছিল তৃণমূলের অধীনে। তখন বিরোধী বলতে শুয়েছিল শুধু সিপিএম। ২০১৮ সালে মোট ১০ টি আসনে জয়ী হয়ে ক্ষমতায় আসে বিজেপি। কিন্তু নানা মহলে প্রশ্ন উঠছে সাংসদ তার নিজের বুথে প্রার্থী দিতে না পারায়। গোপীবল্লভপুর এর দু’নম্বর ব্লক তৃণমূলের সভাপতি টিংকু পাল এই বিষয়ে বলেন,” দিলীপ ঘোষ আর নিজের বুথেই প্রার্থী দিতে পারেননি। এর থেকে তো স্পষ্ট বোঝাই যাচ্ছে মানুষ বিজেপিকে বিশ্বাস করে না।”