বহু প্রতিকূলতা তর্কবিতর্ক কাটিয়া অবশেষে ১৬ই জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ওম রাউৎ পরিচালিত ছবি আদিপুরুষ। ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছে তেলেগুভাষী কিছু অঞ্চলে এই ছবিকে ঘিরে। অনুরাগীরা আনন্দে প্রেক্ষাগৃহের বাইরে পটাকা ফাটিয়েছেন। রামের চরিত্রে প্রভাসকে ঘিরেও বেশ উন্মাদনা সকলের মধ্যে। প্রতিটি প্রেক্ষাগৃহে একটি আসন হনুমানের জন্য সঞ্চিত রাখা নিয়েও বেশ তরজা চলছে সমাজ মাধ্যমে।
বক্স অফিসে এই ছবি কেমন সাফল্য করল? সমীক্ষা অনুযায়ী প্রথম দিনই এই ছবির ব্যবসা করেছে মোট ৯০ কোটি টাকা। হিন্দিভাষী অঞ্চলে ৩৪ থেকে ৩৬ কোটি টাকা এবং তেলেগুভাষী অঞ্চলে সাত কোটি টাকা আয় করেছে। অনুমান ছিল বাণিজ্যিক বিশ্লেষকদের। এই ছবি মুক্তির প্রথম দিনে আই হতে পারে মনে করা হয়েছিল ১৩০ থেকে ১৫০ কোটি টাকা। ধীরে ধীরে সেদিকেই চলছে আদি পুরুষের অংক। অতি মারির দুনিয়ায় বৃহৎ ওপেনিং ছবিগুলির মধ্যে আদিপুরুষ স্মৃতিও প্রথমে রয়েছে পাঠান দ্বিতীয়তে রয়েছে কেজিএফ 2।
যদিও আদিপুরুষের আয় ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত রাজা মৌলিক পরিচালিত ছবি আর আর আর এর প্রথম দিনের উপার্জনের তুলনায় অনেকটাই কম। প্রথম দিনে আর আর ছবির আয় ছিল 257 কোটি টাকা।প্রভাসের আরও একটি মুভি বাহুবলি টু এর প্রথম দিনে আয় ছিল ২০০ কোটি টাকা। আদিপুরুষের বিএফ এক্স এর কাজ নিখুঁত করতে গিয়েই ছবি মুক্তির দিন পিছিয়ে গিয়েছিল। কিন্তু মুক্তিপ্রাপ্ত হওয়ার পরেও দর্শকদের চোখে ধরা পড়ছে সেই ত্রুটিগুলি। যদিও লোক শাসনের সম্ভাবনা প্রায় নেই আদিপুরুষের বললেই চলে কারণ ছবির খরচের প্রায় ৮৫ শতাংশ তুলে নিয়েছেন।