বিনোদন

পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামই গলার কাঁটা বিজেপির! জানুন বিস্তারিত

নিজের জেলায় শুভেন্দু অধিকারী বিজেপির হয়ে তৃণমূলকে টেক্কা দিল। কিন্তু তার মধ্যে আবার কাটার মতন বিঁধে রইল তার বিধানসভা কেন্দ্রেই। সেখানে বেশ কয়েকটি আসনে কোন পদ্মপ্রার্থী নেই। পূর্ব মেদিনীপুরের ত্রিস্তর পঞ্চায়েত ভোটের আসন ৫০২৫ টি। তবে ১৭৭৯১ টি মনোনয়নপত্র জমা পড়েছে। বিজেপির মনোনয়নপত্র ৫৮৩১টি অন্যদিকে আবার তৃণমূলের মনোনয়ন পত্র ৫৬৬৮টি। বিরোধী দলনেতার শিবির সংখ্যার দিক থেকে কিছুটা হলেও ঘাসফুলের থেকে এগিয়ে।

সার্বিক মনোনয়ন পেশের সংখ্যায় পদ্ম শিবির এগিয়ে থাকলেও শিবিরের কাছে কাঁটা নন্দীগ্রাম। কিন্তু নন্দীগ্রামের এরাম অবস্থা কেন? বিজেপির তমলুক সংগঠনিক জেলার অন্যতম সাধারণ সম্পাদক মেঘনাদ পালের দাবি,” বিধানসভা ভোটের হারার পর থেকে এলাকায় এক রকমের সন্ত্রাস সৃষ্টি করে রেখেছে।তাই সেখানে দলীয় প্রতীকে প্রার্থী দেয়া সম্ভব হয়নি। সেখানে ঐক্যমতের ভিত্তিতে নির্দলকে সমর্থন করা হবে।”

শনিবার ছিল মনোনয়নপত্র জমা পড়ার পরীক্ষার দিন। মঙ্গলবার শেষ হবে মনোনয়নপত্র প্রত্যাহার। শুভেন্দু ছোট ভাই বিজেপির সৌমেন্দু বলছেন,” কৌশলগত কারণে অতিরিক্ত মনোনয়নপত্র জমা পড়েছে। দলীয় প্রতীক যারা পাননি, তারা সকলেই মনোনয়নপত্র প্রত্যাহার করবেন। আমাদের গোঁজ প্রার্থী থাকবে না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.