জামিনে মুক্ত হলেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। প্রতারণার অভিযোগ ওঠে বছরখানেক আগে তার বিরুদ্ধে। আড়াই কোটি টাকার আর্থিক তছ রূপের অভিযোগ ওঠে আমিশা ও তার ব্যবসায়ী বন্ধু রুনাল গুরুবারের। গ্রেফতারি পরোয়ানা জারি হয়। রাচির আদালতে হাজিরা দেন অভিনেত্রী। তারপরেই তার জামিন হয়ে যায়। গত দেড় বছর ধরেই মামলা নিয়ে টানাপোড়ন চলছিল। বারে বারেই সমন পাঠানো হচ্ছিল আদালত থেকে আমিশা ও তার আইনজীবীকে কারণ তারা কেউই হাজিরা দেয়নি আদালতে।
অজয় অভিযোগ আমিশা ও ক্রুনান বেশি ম্যাজিক বলে একটি ছবি করবেন বলে তার থেকে আড়াই কোটি টাকা নিয়েছিলেন। কিন্তু সেই ছবি হয়নি এবং আমিশা সেই টাকা ফেরত দেননি। এই অবস্থায় রাচি আদালতে মামলা দায়ের করেন অজয়। ২০১৮ সালে নাকি সেই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল।
অজয়ের দাবি তারা জানিয়েছিলেন সুদ সমেত দু থেকে তিন মাসের মধ্যে সমস্ত টাকা ফেরত দেবেন বলে জানিয়েছেন। তিন কোটি টাকার একটি চেকও দেন কিন্তু সেটা বাউন্স পড়ে যায়। তারপরেই আড়াই কোটি টাকার দাবি করেন অজয় কিন্তু এখনো পাননি বলে অভিযোগ। তবে চেক বাউন্সের ঘটনা এটি প্রথম নয় এর আগেও ঘটেছে। সবসময়ই অভিনেত্রীকে বিরম্মানোর পড়তে হয়েছে। তবে বড় পর্দায় গদর টু মুক্তি পাওয়ার আগে জামিন পেয়েছেন এটাই একটু স্বস্তির খবর আমিশার কাছে।