১৪ ই জুন যন্ত্র চালিত ঢেঁকির উদ্বোধন হলো উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে।
আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঁকুড়া ইঞ্জিনিয়ারিং কলেজের চেয়ারম্যান শশাঙ্ক দত্ত।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কৃষি বিদ প্রফেসর প্রদ্যুৎ কুমার পাল ,কৃষিবিজ্ঞানী ডঃ বিধান রায় পুষ্টি গুন যুক্ত ঢেঁকি ছাটা চালের জন্য এই ঢেকির উদ্ভাবনের প্রশংসা করেন।
বিশ্ববিদ্যালয়ের যন্ত্রবিদ সংগীত সিঞ্চন রায় এই যন্ত্র চালিত ঢেঁকির সমস্ত কলা কৌশল উপস্থিত ব্যক্তিগণের সাথে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেন। একটি মোটর এর সাহায্যে দুটি ঢেঁকি একসাথে চালানোর ব্যবস্থাপনার প্রশংসা করেন।
আনুষ্ঠানিকভাবে সিদ্ধ ধান থেকে কিছুটা চাল তৈরি করা হয়।
আগামী দিনে পুষ্টি গুন যুক্ত ঢেঁকি ছাটা চালের ব্যাপক প্রসারের উপর গুরুত্ব আরোপ করেন।
সংগীত সিঞ্চন বাবু এরপর বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন কাজ চলেছে তা ঘুরে ঘুরে দেখান।
গবেষণাগারে উচ্চ ফলনশীল ধানের বীজ উত্তর সোনা, উত্তর লক্ষী, উত্তর সমীর ,উত্তর সুগন্ধি এবং উচ্চ ফলনশীল হলুদ চাষের জন্য সুরঞ্জনা, উত্তর রুপাঞ্জনা, উত্তর রঙ্গিনী বীজের বিষয় ঘুরিয়ে দেখান।
এছাড়াও বায়োফার্টিলাইজার তৈরীর যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই প্ল্যান্টের বিষয় বুঝিয়ে বলেন।
আগামী দিনে কৃষির ব্যাপক উন্নতির জন্য প্রযুক্তির মেলবন্ধনের বিষয় সহমত পোষণ করেন সকলেই।
কৃষি গবেষণার সাথে ইঞ্জিনিয়ারিং গবেষণা যৌথভাবে দেশে কৃষি উৎপাদন বহুগুণ বাড়িয়ে তুলতে সাহায্য করবে।
আগামী দিনে কৃষি গবেষণায় যেকোনো সাহায্যের জন্য বাঁকুড়া ইঞ্জিনিয়ারিং কলেজ সহযোগিতা করার কথা বলেন শশাঙ্ক দত্ত।