গত কয়েক মাসের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পাঠক্রমে এন সি ই আর টির নির্দেশিকা মেনে কিছু বদল এসেছে। আর সেখানে বাদ পড়েছে মোগল যুগ ডারউইনের বিবর্তনবাদ নারী আন্দোলনের ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয়। জানিয়ে বিস্তর বিতর্ক চলেছে। এই সবকিছুর মধ্যে কর্নাটকে যেন অন্যরকম এক অধ্যায় দেখা গেল। কংগ্রেস সেই রাজ্যে সদ্যই ক্ষমতায় এসেছে। আর তারা ক্ষমতায় আসার পর থেকেই বিজেপির করা সমস্ত পদক্ষেপ মুছে ফেলছে।
বৃহস্পতিবার রাজ্যে এই নয়া পদক্ষেপে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পাঠ্যপুস্তকের সিলেবাসে আনা পরিবর্তনকে মুছে ফেলতে চাই যে কংগ্রেস সরকার। সেই জন্যই সিলেবাসে ফেরানো হচ্ছে জহরলাল নেহেরু থেকে আম্বেদকর কে।
কী কী পরিবর্তন হয়েছে? জানা গিয়েছে আরএসএস প্রতিষ্ঠাতা কে নিয়ে যে অধ্যায় গত বছর যুক্ত করা হয়েছিল পাঠ্যপুস্তকে তা বাদ দেয়া হয়েছে। অন্যদিকে আবার ফিরিয়ে আনা হয়েছে মেয়ে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরু চিঠি, সাবিত্রী ফুলেকে নিয়ে সমস্ত অধ্যায় ফিরিয়ে আনা হয়েছে। এক কথায় বিজেপির সমস্ত পরিবর্তনই বাতিল করেছে কংগ্রেস সরকার।