রাত পোহাতেই প্রেক্ষাগৃহে পদার্পণ করেছেন আদি পুরুষ। দর্শকদের উন্মাদনা দেখার মত ছিল এই সিনেমা নিয়ে। দিল্লি মুম্বাই মেট্রো সিটি গুলিতে চড়া দামে বিক্রি হচ্ছে আদি পুরুষের টিকিট। এমনকি অগ্রিম বুকিং এ প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যবসা করে ফেলেছে আদিপুরুষ। এবারে শ্রী রামের দারস্ত হয়েছেন দেবেন্দ্র ফরনবীশ আদিপুরুষকে হিট করতে।
ওমরা ও পরিচালিত আদি পুরুষ শুক্রবার মুক্তি পেয়েছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অগ্রিম শুভেচ্ছা জানিয়েছে আদিপুরুষ কে। এর পাশাপাশি জাতি সিনেমার ব্যবসা ভালো হয় তার জন্য তিনি শ্রী রামের কাছে প্রার্থনাও করেছেন। ১৪ই জুন টুইটে বিজেপির শীর্ষ স্থানীয় নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী,” আদিপুরুষ প্রভু শ্রী রাম বহু প্রতীক্ষিত ছবি আদিপুরুষ। পরিচালক প্রযোজকসহ গোটা টিমকে শুভেচ্ছা। আদিপুরুষ যেন বক্স অফিসে সাফল্য লাভ করে।”
উল্লেখ্য আদি পুরুষের টিকিট বিক্রি করে কুল পাচ্ছেন না মাল্টিপ্লেক্সের মালিকরা এই আদি পুরুষের ফার্স্ট ডে ফার্স্ট শো এর টিকিটের দাম 2000 টাকা যা অনুরাগীরা ইতিমধ্যেই বুকিং করে ফেলেছেন। এখনো পর্যন্ত থ্রিডি শো এর অগ্রিম বুকিং প্রায় ৩.৫০ কোটি টাকা। বলিউড সূত্রে খবর দেশের বাইরে ইতিমধ্যেই ১৬ হাজার ডলার অগ্রিম বুকিং হয়ে গিয়েছে।