রূপে ও গুনে সর্বগুণসম্পন্ন ঐশ্বর্য রাই। বলিউডের এই অপরূপ সুন্দরীর মাথায় উঠে ছিল বিশ্বসুন্দরীর মুকুট। যেমন তার সৌন্দর্য ঠিক তেমনি তার অভিনয় দক্ষতা যা দেখে সকলেই আপ্লুত হন তার প্রেমে মশগুল ছিলেন। সালমান খান তাদের প্রেম কাহিনী বলিউডের রীতিমতো চর্চিত তারপরে তিনি বচ্চন পরিবারে বধূ হন।
বর্তমানে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা-অভিনেত্রীদের ছবি নিয়ে মিম বানানো কোন নতুন ঘটনা নয়। সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে যেখানে ঐশ্বর্য রায়ের মাথায় চুল নেই অর্থাৎ তাকে ন্যাড়া লাগছে অনেকেই মনে করছেন কোন কারনে তিনি ন্যাড়া হয়েছেন।
অনেকেই মন্তব্য করছেন তিনি তার যৌবন ধরে রাখার জন্য মন্দিরে চুল দিয়েছেন। ছবিটি যদিও নতুন নয় তবে সম্প্রতি খুব ভাইরাল হচ্ছে। তবে সত্য ঘটনা সামনে এসেছে যে তুমি মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন তবে ন্যাড়া হবার ঘটনাটা মোটেই সত্যি নয়। সেইভাবে প্রভাব বিস্তার করতে না পারলেও এখন এইটাই ভাইরাল।