বিনোদন

পাহাড় অভিযানে চলেছে টেনিদা অ্যান্ড কোম্পানির ট্রেলারে হাসির আড়ালে লুকিয়ে রয়েছে গুপ্ত রহস্য

 

পড়াশোনায় তেমন ভালো না হলেও টেনিদার বিখ্যাত খাঁড়ার মত নাক রয়েছে। নিমেশের মধ্যেই খাবার শেষ করে দিতে পারেন টেনিদা। প্যালা, ক্যাবলা, হাবুল সকলে অবাক হয়ে তাকিয়ে থাকে টেনিদার দিকে। পটলডাঙার চারমূর্তি আসতে চলেছে বড়পর্দায়। ‘টেনিদা অ্যান্ড কোম্পানি’ (Teni Da And Company) ছবির পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। বেশ কিছুদিন আগেই ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। গত সোমবার প্রকাশ করা হয়েছে ছবির ট্রেলারটি।

নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অমর সৃষ্টিকে বর্তমানকালের পরিপ্রেক্ষিতে সাজিয়েছেন সায়ন্তন। এই গরমের ছুটিতেই আসছে টেনিদা অ্যান্ড কোম্পানি। সুরিন্দর ফিল্মসের এই ছবিতে টেনিদার ভূমিকয় অভিনয় করছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। ক্যাবলার ভূমিকায় রয়েছেন গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty)। সৌমেন্দ্র ভট্টাচার্য হয়েছেন প্যালারামে। আর হাবুল হিসেবে দেখা যাবে সৌরভ সাহাকে। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, রিদ্ধিমা ঘোষ, মিঠু চক্রবর্তী।

এবার গরমের ছুটিতেই আসছে টেনিদা অ্যান্ড কোম্পানি। উনিশে মে সিনেমা হলে মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি। কাহিনির পুনর্নির্মাণ, চিত্রনাট্য এবং সংলাপ দিয়েছেন সৌগত বসু। গানের কথা লিখেছেন প্রিয়া ও প্রান্তিক। সুর সাজিয়েছেন মিমো।১৯৭৮ সালে ‘চারমূর্তি’ সিনেমায় টেনিদার ভূমিকায় পাঠ করেছিলেন চিন্ময় রায়। এরপর চিন্ময় রায় যে ‘টেনিদা’ তৈরি করেন সেখানে পাঠ করতে দেখা যায় শুভাশিস মুখোপাধ্যায়কে। এবার যে টেনিদা আসছে সেখানে পাঠ করতে দেখা যাবে কাঞ্চন মল্লিককে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.