স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া। যা বর্তমানে বেশ ভালই টিআরপি ফল করেছে।সোনা-রূপার দুষ্টুমি, মিশকার শয়তানি, দীপা-সূর্যর রাগ অভিমান, সব মিলিয়ে একটা জমজমাট ধারাবাহিক। আর এই কারণেই টিআরপি তালিকার প্রথমে জ্বলজ্বল করছে অনুরাগের ছোঁয়ার নাম।
সূর্য চাই দীপাকে ডিভোর্স দিতে তাই সেই মতো কোর্ট অর্ডার দিয়েছে যে ৬ মাস তাদেরকে একসঙ্গে থাকতে হবে। আর সেই মতো রুপা এবং সোনাকে রেখে আসা হয়েছে অন্য জায়গায়। সূর্য এসেছে দীপার বাড়িতে দীপার সঙ্গে থাকবে বলে।
সোনা ও রুপার জন্য তাদের মা দীপা টিফিন বানিয়ে এনেছে এবং সঙ্গে ডাক্তারবাবু কেউ সাথে নিয়ে এসেছে। তাদের দুজনকে দেখে সোনা ও রুপা খুবই খুশি। এই খুশি দেখে দীপার মনে হচ্ছে কোনদিনও কি তার এই ভাঙা সংসার জোড়া লাগতে পারে না।