উত্তপ্ত মাথায় নিয়েই লোকেশন খুঁজে বেড়াচ্ছেন পরিচালক। সামনের মাসেই ওয়ার্কসপ শুরু এমন পরিস্থিতিতে “দেবী চৌধুরানী” ছবির কাজে বাধা দেওয়ার চেষ্টা চলছে। জানালেন বিশিষ্ট পরিচালক শুভ্রজিত মিত্র। ঘটনাটি গত এক দেড় মাস আগের। কিছু ব্যক্তি চেষ্টা করেছিল কলকাঠি নাড়ার, তবে লাভ তাতে বেশি হয়নি, অভিনেতারা যাতে দেবী চৌধুরানী ছবিতে কাজ না করেন সেই পরামর্শ দেওয়া হচ্ছিল তাদের। নানা অকথা কুকথাও বলা হয়।
শুভ্রজিৎ জানিয়েছেন, “যত সিনিয়র অভিনেতারা রয়েছেন সবাই আমরা সংকল্পবদ্ধ ছবিটা করার জন্যে। তাই যতই কলকাঠি নাড়ার চেষ্টা করুক কিছু করতে পারবে না। যে যখন যাকে ফোন করছে আমার কাছে তার খবরটা আসছে, ফলে কিছুই করতে পারছে না তারা।
শ্রাবন্তী চট্টোপাধ্যায় কে দেখা যাবে ছবিটিতে, ‘দেবী চৌধুরানীর’ ভূমিকায় অভিনয় করতে। ভবানী পাঠকের চরিত্রে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শ্যাম কৌশল, শুভ্রজিতের ছবির মাধ্যমে প্রথমবার বাংলা সিনেমায় অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করবেন, ইনি বলিউড জগতের একজন অত্যন্ত জনপ্রিয় অ্যাকশন ডিরেক্টর। ‘বাজিরাও মস্তানি’ কিংবা ‘পদ্মাবত’ থেকে ‘পিএস I’, ‘পিএস II’ এর মতন জনপ্রিয় ছবিতে অ্যাকশন ডিরেকশন এর দায়িত্বে ছিলেন তিনি।