৯০ এর দশকে শিশুদের কাছে ছুটি পড়লেই একটা আলাদাই অনুভূতি ছিল গল্পের বই পড়ার মধ্যে। আর সেই জন্যই তো গরমের ছুটিতে হোমওয়ার্কের পাশাপাশি ছিল কমিক বই পড়া। বাংলায় প্রথম কমিকের স্রষ্টা হলেন নারায়ন দেবনাথ। তার বাড়ি ছিল হাওড়া শিবপুরে। তিনি তার পাড়ায় ছোট ছোট বাচ্চাদের দেখেই নন্টে ফন্টে হাঁদা ভোঁদা বাঁটুল দি গ্রেট এই সমস্ত কমিক সৃষ্টি করেছিলেন। তার এই অমর সৃষ্টি গুলোর মধ্যেই এবারে বড় পর্দায় আসতে চলেছে নন্টে ফন্টে।
বড় পর্দা এই প্রথমবার আসতে চলেছে নারায়ন দেবনাথ সৃষ্ট নন্টে ফন্টে। এবারের নন্টে ফন্টে দুষ্টুমি একেবারে চাক্ষুষ দেখা যাবে। উনিশে মে মুক্তি পেতে চলেছে এই বইটি। যদিও তার আগেই এই সিনেমা টিজার প্রকাশ পেয়েছে আর এই টিজারেই দেখা যাচ্ছে সমস্ত অভিনেতা দেরকে। হাস্যরস ও কৌতুকে পরিপূর্ণ এই টিজারটি।
কি করে ১২ বছরের দুটো ছেলে নন্টে ও ফন্টে দুষ্টুমিতে অতিষ্ট হয়ে ওঠে তার পরিবাররা হাতী স্যারের হোস্টেলে পাঠানোর সিদ্ধান্ত নেয়। অগত্যা দুই পুঁচকে ঠাঁই হয়, হোস্টেলের একই ঘরে। সেখান থেকেই গল্পের মোড় ভরে কি করে তারা দুষ্টুমি করে কে বড় কে ছোট এইসব নিয়ে আবার হোস্টেলের মনিটর কেল্টুদা কে কি করে দুজনে মিলে শায়েস্তা করে। এইসব নিয়েই হাস্যরসিক গল্প। কি করে কেল্টুকে ছোট করে হাতী স্যারের কাছে নিজেদেরকে ভালো সাজানো যায় সমস্তই রয়েছে এই সিনেমার মধ্যে।