বিনোদন

অরিজিৎ-কে প্রায়শই পাগড়ী বেঁধে মঞ্চে উঠতে দেখা যায়, কিন্তু কেন?

 

২৫শে এপ্রিল ছিল জনপ্রিয় তারকা অরিজিৎ সিং এর ৩৬ তম জন্মদিন। নিজের ব্যক্তিগত জীবনকে বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন তিনি। ভক্তরা মন্ত্রমুগ্ধ হয়ে শোনে তার গান।

আজকাল বেশিরভাগ লাইক পারফরমেন্স এই পাগড়ী পড়তে দেখা যায় গিয়েছে অরিজিৎকে। বলিউড অরিজিতের রাজত্ব এখন বেশ বিস্তৃত বললে ভুল হবে না।

২০২১ সালের ৬ জুন প্রথমবার অনলাইন কনসার্টে পাগড়ী পড়তে দেখা যায় অরিজিৎকে। তার প্রায় এক মাস আগেই মাকে হারান তিনি। এই অনলাইন কনসার্ট এই তার মাথার পাগড়ী সব ভক্তের নজর কেড়েছিল। তারপর থেকেই তাই প্রায় প্রতিটি লাইভ কনসার্টে মাথায় পাগড়ি ভেজে গান গাইতে দেখা যায় অরিজিৎকে।

অরিজিৎ এর মা বাঙালি হলেও তার বাবা শিখ সম্প্রদায়ের। কোভিডের সময় মুম্বাই থেকে নিজের হোম ডাউন জিয়াগঞ্জে চলে আসেন তিনি। শিখ সম্প্রদায়ের রীতি মেনে মাথায় পাগড়ি পড়া শুরু করেন অরিজিৎ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.