বিনোদন

সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে মুক্তি পেলেন মুনাওয়ার ফারুকি

 

সুপ্রিম কোর্ট (Supreme Court) থেকে অবশেষে জামিনে মুক্তি পেলেন বিতর্কিত কৌতূকশিল্পী মুনাওয়ার ফারুকি (Munawar Faruqui)। বেশ কিছুদিন আগে মধ্যপ্রদেশ (Madhya Pradesh) পুলিশ এই শিল্পীর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ এনেছিল। জানা যায় হিন্দু দেবদেবীদের নিয়ে তিনি নাকি উপহাস করেছিলেন। আর এই কারণেই তাকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই মামলা থেকেই সুপ্রিম কোর্টে গিয়ে জামিনের মুক্তি পেলেন শিল্পী ফারুকি। এছাড়াও কৌতূকশিল্পীর বিরুদ্ধে ওঠা সমস্ত মামলা ইন্দোরে স্থানান্তরিত করেছে দুই বিচারপতির বেঞ্চ।

দুই বিচারপতি বেঞ্চ অর্থাৎ বিআর গাভাই এবং সঞ্জয় কারোলের বেঞ্চ নির্দেশ দেয়, “তথ্য ও পরিস্থিতি বিবেচনা করে এই আদালতের বিগত আদেশ এবং সমস্ত অভিযোগ ইন্দোরে স্থানান্তরতি করা হচ্ছে। আমরা ইতিমধ্যে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছি”। এর পাশাপাশি কৌতুক শিল্পী ফারুকীর বিরুদ্ধে আরও একটি মামলার গ্রেপ্তারি পরোয়ান জারি করেছিল দিল্লি পুলিশ। ওই মামলাটিতেও তিন সপ্তাহের অন্তর্বর্তী জামিনের নির্দেশ দেওয়া হয়েছে আদালত থেকে।

২০২১ সালের ১ লা জানুয়ারি মধ্যপ্রদেশের পুলিশ কৌতুক শিল্পী ফারুক কে গ্রেফতার করে। তবে শুধু ফারুকি না তার সাথে আরও চার জন কমেডিয়ানকে গ্রেপ্তার করা হয়। এই চারজন কমেডিয়ান এর নাম হল নলিন যাদব, এডভিন অ্যন্টনি, প্রখর ব্যাস এবং প্রীতম ব্যাস। মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক ও ইনদওরের প্রাক্তন মেয়র মালিনী গৌরের ছেলে একলব্য সিং গৌর এদের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন ওই শিল্পী যুগলরা একটি কমেডি শোয়ে হিন্দু দেবদেবী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন। আর এই অভিযোগের উপর ভিত্তি করে এই শিল্পীদের গ্রেপ্তার করে মধ্যপ্রদেশের পুলিশ। পরে নিম্ন আদালতে ফারুকি জামিনের আবেদন করলেও তা খারিজ করা হয়। মধ্যপ্রদেশের হাইকোর্ট তার জামিনের আবেদন গ্রহণ করেন। অবশেষে সুপ্রিম কোর্ট থেকে জামিনে ছাড়া পেলেন শিল্পী ফারুকি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.