এখন বেশ কিছু বড় বদলের মধ্যে দিয়ে যাচ্ছে ইলেন মাস্কেট টুইটার। সম্প্রতি টুইটারে ব্লু টিক তুলে নেওয়া হয়েছে যারা তা সাবস্ক্রাইব করা টাকা জমা করেননি। যে সমস্ত অ্যাকাউন্ট ব্লু টিক পেয়েছিল পুরনো ভেরিফিকেশনের নিয়ম অনুযায়ী, সেই সমস্ত অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরিয়ে দিয়েছেন ইলেন মাস্ক। তিনি ঘোষণা করেছিলেন ২০২২ সালে এবারে ব্লু টিক এর জন্য দাম দিতে হবে।
সে তার নিজের কথা মত কুড়ি এপ্রিল সমস্ত ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরিয়ে নেন। যারা মাসে ৮ ডলার অর্থাৎ ৯০০ টাকা দিতে চাননি তাদের থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় ব্লু টিক হারান অমিতাভ বচ্চন। তারপর টাকা দিয়ে নিজের অফিসিয়াল হ্যান্ডেল এ ব্লু টিক ফিরে পান।
যেসব তারকারা ইতিমধ্যে ব্লু টিকেটের জন্য সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের মধ্যে অন্যতম হলেন অমিতাভ বচ্চন।তিনি নিজেই জানিয়েছেন তিনি ব্লু টিক এর জন্য সাবস্ক্রাইব করেছিলেন। টুইটারে ব্যঙ্গ করে অমিতাভ হিন্দি ভাষায় লিখেছেন,” টুইটার ভাইয়া আপনি বলেছিলেন ব্লুটিক ফেরানোর জন্য টাকা দিতে হবে। যেটা আমি ইতিমধ্যেই করে ফেলেছি। আর এখন আপনি বলছেন প্রোফাইলে এক মিলিয়ন ফলোয়ার্স থাকলেই ব্লু টিক এমনিতেই ফিরবে। আমার তো ৪৮.৪ মিলিয়ন ফলোয়ার। তাহলে এবার খেল খতম, পয়সা হজম? এবারে আমি কি করবো।”