বিক্রম চট্টোপাধ্যায় টলিউড ইন্ডাস্ট্রিস একজন প্রিয় অভিনেতা। ছোট পর্দা থেকে কাজ শুরু করলেও তাকে এখন আর দেখা যায় না ছোটপর্দায়। বরং তাকে দেখতে পাওয়া যায় ওয়েব সিরিজে। ছোট পর্দার থেকে দূরত্বটা যেন অনেক বেড়ে গিয়েছে। কিন্তু কেন?
পথ চলা শুরু হয় ‘সাত পাকে বাঁধা’ দিয়ে তারপর ‘ইচ্ছেনদী’ র মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন, এরপর আসে ফাগুন বউ। এই তিনটি ধারাবাহিক এই মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যায় বিক্রমকে। ‘ফাগুন বউ’ এই শেষ শো সঞ্চালনা করতে দেখা মিলেছিল অভিনেতার। তারপরে একেবারে তাকে দেখতে পাওয়া যায় ‘কুলের আচার’ এবং ‘রক্তকরবী’-র মত ওয়েব সিরিজে।
এই প্রসঙ্গে বিক্রম মন্তব্য করেন তিনি টেলিভিশনে থেকে অনেক ভালোবাসা পেয়েছেন এবং ভালো পারিশ্রমিকও পেয়েছেন। কিন্তু তার তুলনায় কটি বাংলা সিনেমা করলে জীবন চালানো খুবই কঠিন হয়ে পড়ে। দশ বছরের কাজ করার অভিজ্ঞতাও শেয়ার করেন তিনি। জানান তার হাতে এক বছরের মত যথেষ্ট কাজ আছে, ইতিমধ্যে তিনি ছোট পর্দা বা সিরিয়াল করার কথা ভাবছেন না, বলেন “পরে কি হবে সেটা পরে দেখা যাবে”।