ভারত

ভারতে এই প্রথম জলে চলবে মেট্রো, স্থান: কোচি !

 

ভারতেই প্রথমবারের মতো জলে চলতে চলেছে মেট্রোরেল। কলকাতাকে ঘিরে মেট্রোর সুচনার ভাবনা থাকলেও, জলে মেট্রোরেল চলাচলের ভাবনা এবং সেই ভাবনা সত্যি করা হয়েছে কোচিতে। কিন্তু এখানে আছে কিছু চমক, এই মেট্রো লোহার পাতের বদলে চলবে জলের ওপর দিয়ে। আগামী ২৫ শে এপ্রিল কেরলের কোচিতে উদ্বোধন হবে এই মেট্রো, এই মেট্রো উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে এই প্রকল্পকে উৎসর্গ করবেন।
ব্যাটারি চালিত বৈদ্যুতিক হাইব্রিড নৌকোর মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকবে এই জল মেট্রো। কোচি এবং তার আশেপাশের ১০টি দ্বীপকে সংযুক্ত করবে ওয়াটার মেট্রো, এই প্রকল্পে কাজ করবে ৭৮টি বৈদ্যুতিক নৌকা, ও ৩৮টি টার্মিনাল থাকবে। প্রকল্প নির্মাণে খরচ পড়েছে ১,১৩৬.৮৩ কোটি টাকা। এই খরচ যৌথভাবে বহন করেছে কেরল সরকার এবং এক জার্মান সংস্থা।
প্রথম পর্যায়ে হাইকোর্ট-ভাইপিন টার্মিনাল থেকে ভিটিলা-কাক্কানাড় টার্মিনাল পর্যন্ত শুরু হবে এই পরিষেবা। এই মেট্রোতে সফর করতে গেলে টিকিট কাটা যাবে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.