শনিবার, প্রখ্যাত পরিচালক অরিন্দম শীল তার সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘যমন্তকের মূর্তি কোথায় গেল? কী বলছে ফেলুদার তীক্ষ্ণ অবজারভেশন? বাঙালির সবথেকে প্রিয় গোয়েন্দা ফেলুদা আর তার টেলিপ্যাথি-র জোর কি পারবে গ্যাংটকের গন্ডগোল সমাধান করতে? মগজাস্ত্রে শান দিতে থাকুন কারণ “সাবাশ ফেলুদা”-র ট্রেলার এসে গেছে, ওয়েব সিরিজ আসছে আর কিছুদিনের মধ্যেই!’
জি ফাইভে খুব শীঘ্রই আসছে এই ওয়েব সিরিজ, চারমিনার সিগারেট থেকে শুরু করে চলে রিভলভার কিংবা ফেলুদার মগজাস্ত্র সবই আছে শো টিতে। তবে এর মূল আকর্ষণ নতুন ফেলুদা, পরমব্রত চট্টোপাধ্যায়। হ্যাঁ এবারে ফেলুদার ভূমিকায় অভিনয় করেছেন পরমব্রত, এই খবর নিয়ে নেটদুনিয়ায় চলছে নানা জল্পনা ও ঠাট্টা। ট্রেলারে তাকে দেখে ভালোলেগেছে কারোর কারোর, কেউ আবার তাকে তুলনা করেছেন খৈনি খাওয়া লোকের সাথে কেউ বলেছেন কোষ্ঠকাঠন্যের রুগী। যদিও ফেলুদার চরিত্রে অভিনয় এ তার প্রথম নয়।
তবে পরমব্রত চট্টোপাধ্যায় কিন্তু বেশ উচ্ছ্বসিত ‘ফেলুদা’ নিয়ে। তিনি বলেছেন এরম একটি সিরিজের অভিনয়ের সুযোগ পেয়ে তিনি বেশ তৃপ্ত, কারণ ফেলুদা তার ভীষণ ভালো লাগে, সাথে তিনি সত্যজিৎ রায়ের লেখা কোনো চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে পেরে বেশ গর্ববোধ করছেন।